প্রশ্ন করার পূর্বে একটু খেয়াল করুনঃ
নিন্মমানের প্রশ্ন না করে মানসম্মত প্রশ্ন করার চেষ্টা করুন৷
* আপনার পূর্বে যদি কেউ আপনার প্রশ্নটি করে থাকেন তাহলে সে প্রশ্নটি আবার করা যাবে না।
* কোনো ওয়েবসাইট থেকে প্রশ্ন হুবহু কপি করে দেওয়া থেকে বিরত থাকুন৷
* সর্বদা শুদ্ধ বাংলা ভাষায় প্রশ্ন করুন৷
* বানানের প্রতি খেয়াল রাখবেন৷ বানান ভুল হলে কোনমতেই তা অনুমোদন দেওয়া হবে না৷ * আপনার প্রশ্নটির সঠিক বিভাগ নির্বাচন করুন নাহলে আপনার প্রশ্নটি মুছে ফেলা হতে পারে।
* রাজনৈতিক, রাষ্ট্রদ্রোহী, কিংবা কারো ধর্মীয় অনুভুতিতে আঘাত হানে এরকম আপত্তিকর প্রশ্ন করবেন না।
|