জাকাত পাবার অধিকার কাদের রয়েছে সে বিষয়ে পবিত্র এ জীবনবিধানে বিস্তারিত আলোকপাত করা হয়েছে। জাকাত আদায়ের খাত আটটি। সুরা তওবার ৬০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, “জাকাত কেবল ফকির মিসকিন ও তৎসংশ্লিষ্ট কর্মচারীদের জন্য, যাদের চিত্ত আকর্ষণ করা উদ্দেশ্য তাদের জন্য, দাস মুক্তির জন্য, ঋণে জর্জরিত ব্যক্তিদের জন্য,আল্লাহর পথে সংগ্রামকারী এবং মুসাফিরদের জন্য। এটা আল্লাহর নির্ধারিত বিধান এবং আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়।